দীনের দাওয়াত ও তাবলীগের মেহনত এবং মাওলানা সাদ প্রসঙ্গ

।। শায়খুল হাদীস মুফতী মনসূরুল হক ।। দীনের দাওয়াত ও তাবলিগের মেহনত এ উম্মতের একক বৈশিষ্ট্য। এর কারণ হলো, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ঈসা (আ.) যদিও আসবেন, কিন্তু তিনি আমাদের নবীর শরিয়তই অনুসরণ করবেন। নবী হিসেবে তাঁর নিজের কিতাব প্রতিষ্ঠা করবেন না। … Continue reading দীনের দাওয়াত ও তাবলীগের মেহনত এবং মাওলানা সাদ প্রসঙ্গ